আগস্টের শেষ দিকে আসছে সাওমি রেডমি নোট-৮ প্রো

পিবিএ: চীনের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি চলতি মাসে বাজারে আনছে নতুন স্মার্টফোন রেডমি নোট-৮ ও রেডমি নোট-৮ প্রো। ১২ এনএম প্রসেসের এই স্মার্টফোন গেমিংয়ের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। আগস্টের শেষ দিকে বাজারে ফোনগুলো আসবে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন চীনের চিপসেট প্রস্তুতকারী সংস্থা । সৌরশক্তিতেই হবে ফোনে চার্জ ।
মিডিয়া টেক জানিয়েছে, রেডমি নোট-৮ প্রো ফোনে থাকবে কোম্পানির হেলিও জি৯০টি চিপসেট। নতুন এই ১২ এনএম চিপসেটে ভালো গেমিংয়ের জন্য রয়েছে মিডিয়া টেকের হাইপার ইঞ্জিন গেম টেকনোলজি। সঙ্গে থাকছে অক্টাকোর সিপিইউ। এ ছাড়া রেডমি নোট-৮ প্রো ফোনের ভেতরে থাকবে আগের থেকে বড় ব্যাটারি। রেডমি নোট ৭ প্রো ৪,০০০ এম্পিয়ার ব্যাটারি ব্যবহার হয়েছিল। ফোনের পেছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

পিবিএ/এমআই

 

আরও পড়ুন...