আগস্ট মাসে দেশে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে: কাদের

পিবিএ,ঢাকা: চলতি আগস্ট মাসে দেশে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমিতে যুবলীগের আলোচনা সভায় তিনি এ কথা জানান। কাদের বলেন, ডেঙ্গু পরিস্থিতি কঠিন, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে নয়।

তিনি বলেন, আগস্ট মাসে জঙ্গি হামলার শঙ্কা রয়েছে। নেতাকর্মীদের সতর্কভাবে কর্মসূচী পালনের নির্দেশ দেন তিনি। বিএনপির উদ্দেশে তিনি বলেন, অন্যদের ব্যর্থতা নিয়ে কথা বলার আগে বিএনপির টপ-টু-বটম পদত্যাগ করা উচিত। তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী বিদেশ থাকলেও কাজ বন্ধ ছিলো না। অনুমতি নিয়েই তিনি বিদেশে গিয়েছিলেন। এছাড়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভুয়া জন্মদিন পালন বন্ধ না করলে বিএনপির সাথে রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলা কঠিন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...