পিবিএ: আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হতে যাচ্ছে নাটকের দল ‘স্পেস এ্যান্ড এ্যাক্টিং রিসার্চ সেন্টার’ এর নিয়মিত প্রযোজনা ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’। এটির নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আশিস খন্দকার। নাটকটি শুরু হবে রাত আটটায়।
এখানে দুই আগন্তুক চরিত্রে দেখা যাবে ফরহাদ শাওন ও রাব্বীকে। আর বান্দ্রা চরিত্র নিয়ে মঞ্চে আসবেন মানিসা অর্চি। নাটকটি প্রসঙ্গে আশিস খন্দকার বলেন, একদিন আমি আমার মেয়ে মৃন্ময়ীর সাথে বসে ছিলাম।সে তেলরং এ একটা ছবি আঁকছিল,দু’টো লোক অন্ধকারে হেঁটে চলেছে।এই নাটকটার বীজ তখন ই আমার মাথায় এসেছে।অনেকটা সময় গবেষণার পর ঐ ছোট্ট একটা বীজ থেকে নাটকের পটভূমি টা দাঁড় করাই,’দুই আগন্তুক বনাম করবী ফুল ‘।আমি বিস্মিত হয়ে মৃন্ময়ীর ব্যাখ্যাটা শুনেছিলাম,ও রূপকথার গল্প থেকে এই চরিত্র দু’টো কে এঁকেছে,আর অদ্ভুতভাবে এই গল্প প্রাচ্য পাশ্চাত্যে যুগ যুগ ধরে বেঁচে থাকা চিরাচরিত রুপকথার গল্প,যে গল্পটা আবার ঘুরিয়ে দেখলে দেখতে পাই,আমাদের এই ঘুণে ধরা,পচা গলা বাস্তবতা। এর রূপকগুলো মঞ্চে প্রাণ পায় অভিনেতার বিভিন্ন কার্যকলাপে।
মানিসা অর্চি বলেন, “এই নাটকটাকে আমার কাছে দর্শন মনে হয়। প্রযুক্তির রঙিন ফাঁদে আমাদের আঁটকে যাওয়ার দৃশ্য আমি দেখতে পাই এখানে। প্রতিটি সংলাপে খুঁজে পাওয়া যায় ভাবনার খোঁড়াক। আশা করছি প্রতিবারের মত এবারেও দর্শকমুখর একটা শো হবে”।
পিবিএ/জেআই