পিবিএ,বিনোদন : আগামীকাল নুসরাত হত্যার বিচারের দাবিতে বিএফডিসিতে মানববন্ধন । বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি শনিবার সকাল ১১টায় বিএফডিসি গেটে মানববন্ধন করবেন বলে পিবিএকে জানান সংগঠনটির সাংগঠনিক সচিব অপূর্ব রানা।
এ প্রসঙ্গে অপূর্ব রানা বলেন, ‘নুসরাতের হত্যার বিচারের দাবিতে চলচ্চিত্র পরিচালক সমিতি মানববন্ধনের আয়োজন করেছে। সকাল ১১টায় বিএফডিসি গেটে এই মানববন্ধন করব। এতে চলচ্চিত্রের কলাকুশলীরা অংশ নিবেন।’
বুধবার রাত সাড়ে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি। এরই মধ্যে হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নুসরাতের বাড়ি সোনাগাজী পৌরসভার চরচান্দিয়া গ্রামে। এ বছর আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন তিনি। গত ৬ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গেলে নুসরাতের (১৮) গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়।
এর আগে গত ২৭ মার্চ ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা নিজের কক্ষে ডেকে নিয়ে রাফির শ্লীলতাহানি করেন বলে তার ভাই জানান। রাফি পরিবারকে বিষয়টি জানালে তার মা সোনাগাজী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার পর পুলিশ অধ্যক্ষকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। অধ্যক্ষকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পিবিএ/এমএস