শুক্রবার ফাইনাল: এবার শিরোপা জিতবে বাংলাদেশ?

বাংলার পঞ্চপাণ্ডব

পিবিএ ডেস্ক: ব্যাটে-বলে দুর্দান্ত ক্রিকেট খেলে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ডাবলিনে শুক্রবার ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে এর আগে দুইবারের মোকাবিলায় দুইবারই ক্যারিবীয়দের অনায়াসে হারিয়েছে টাইগাররা। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেলেও শেষ ম্যাচে উইলিয়াম পোর্টারফিল্ডের দলকে হেসে-খেলে হারায় মাশরাফি বাহিনী।

শুক্রবারের ফাইনালে তাই ক্রিকেটভক্তদের সবার ভাবনাতেই সুস্পষ্ট ফেভারিট বাংলাদেশ।

এর আগের ফাইনালগুলোর ইতিহাস খুব একটা সুখকর না হলেও এবার অনেকটা নির্ভার বাংলাদেশ। কারণ বাংলার পঞ্চপাণ্ডব। মাশরাফি, সাকিব, মুশফিকুর, তামিম ও মাহমুদুল্লাহ সবাই গুরুতর ইঞ্জুরিমুক্ত। আর পঞ্চপাণ্ডবের সুস্থ থাকা মানে কোটি কোটি ক্রিকেটমোদীদের মুখে হাসি!

এবার ফাইনাল জয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মাশরাফি। তবে সাকিবকে নিয়ে একটু দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছেড়েছেন সাকিব। প্রাথমিক পরীক্ষায় গুরুতর কিছু না পেলেও শঙ্কা যাচ্ছে না। তবে জানা গেছে ফাইনাল খেলার সিদ্ধান্তটা সাকিবের ওপরই ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

তবে বাংলার ক্রিকেটমোদীরা পঞ্চপাণ্ডবের বিস্তৃত হাসি চায়। পঞ্চপাণ্ডবের হাত ধরে আগামীকালের অধরা শিরোপাটা ঘরে এলে ছবিটা সত্যিই একটা বিরাট ইতিহাস হয়ে যাবে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...