মোঃ সুমন মিয়া, পিবিএ: আগামীকাল শুক্রবার ১৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংবাদিকদের বৃহত্তম মিলনমেলা।বিকাল ৩টায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে মোট ৪৫৭ জন মিডিয়া প্রফেশনাল আড্ডায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। টেলিভিশন থেকে ৯৭ জন সাংবাদিক, পত্রিকা থেকে ১৫৩ জন সাংবাদিক, অনলাইন পোর্টাল থেকে ১৩২ জন সাংবাদিক, জনসংযোগ ও মিডিয়া প্রফেশনাল ৭৫ জন।
অনুষ্ঠানের সময়সূচি :
দুপুর: ৩ – ৩.১৫: রেজিষ্ট্রেশন
৩.১৫ – ৪.৪৫: পরিচয় প্রদান ও মতবিনিময়
৪.৪৫ – ৬.১৫: পিঠা উৎসব, কফি, সেলফি
৬.১৫ – ৮.৪৫: সাংস্কৃতিক অনুষ্ঠান
৮.৪৫ – ৯: র্যাফেল ড্র
৯ – ১০: ডিনার
আয়োজনে আরও থাকছে
* ৭ রকমের ১২০০ পিঠা (তিনটি করে প্রত্যেকের জন্য)
* ২৫ কেজি মিষ্টি
* আনলিমিটেড চা ও কফি
* কোক ও বোতলজাত পানি
*ইফ্যুড এর সৌজন্যে স্বনামধন্য কাচ্চি রেস্টুরেন্ট থেকে ৪০০ প্যাকেট কাচ্চি
* থাকছে নিজেদের অংশগ্রহণে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান (একক ও যৌথ গান, নাচ, কবিতা আবৃত্তি, কৌতুক, ম্যাজিক শো সহ আরো অনেক কিছু)
* কমন গিফট হিসেবে সবার জন্য থাকছে টাটার সৌজন্যে কার্ড হোল্ডার, ক্যাপ্টেন’স অটো’র সৌজন্যে চাবির রিং এবং বাংলাদেশ মিডিয়া প্রফেশনাল’স কমিউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট।
রেফেল ড্র গিফট হিসেবে থাকছে
* ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল এয়ার টিকেট
* ২৪ ইঞ্চি এলইডি টিভি
* হোটেল ওয়েস্টিনে কাপল ক্যান্ডেল লাইট ডিনারসহ আরো অনেক আকর্ষণ ।
* রাতের ডিনার স্পন্সর ইফুড
* আনলিমিটেড চা কফি স্পন্সর খন্দকার টি
* র্যাফেল ড্র গিফট স্পন্সর ২৪টিকেট, কাজলা এন্টারপ্রাইজ
* ভেন্যু কৃষিবিদ ইনস্টিটিউশনের সৌজন্যে
* কমন গিফট টাটা, ক্যাপ্টেন অটোর সৌজন্যে
* প্রিন্টিং সহযোগী প্রিন্ট ভ্যালি ও একেবি প্রিন্টার্স
অনুষ্ঠানের সম্বনয়কারী পলিটিক্স নিউজ ২৪ ডট কমের প্রকাশক ও নির্বাহী সম্পাদক সালেহ মোহাম্মদ রশীদ অলক।
পিবিএ/এমএসএম