আগামীতে ঢাকা-চট্টগ্রামের তিন সিটিতে ইভিএমে ভোট

নির্বাচন
আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন

পিবিএ,ঢাকা: আগামী বছর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ আজ কমিশনের ৪৭তম সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন।

ইসি সচিব বলেন, আগামী বছর ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন সিটির ওই নির্বাচনে সব কেন্দ্রেই ইভিএম ব্যবহার করা হবে। ব্যালট পেপারের চেয়ে ইভিএমে ভোট হলে ঝামেলা কম। আগের রাতে ব্যালট ভরে রাখার কোনো সুযোগ নেই।

সচিব বলেন, তিন সিটির ভোট একদিন অনুষ্ঠিত হতে পারে। একদিনে ভোটগ্রহণের চিন্তা-চেতনা আমাদের আছে। তবে এই বিষয়ে এখনো সিদ্ধান্ত পাকাপাকি হয়নি। এমনকি কমিশন সভায়ও আলোচনা হয়নি।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা ওই বছরের ১৪ মে ও দক্ষিণ সিটির প্রথম সভা ১৭ মে অনুষ্ঠিত হয়। আগামী বছরে মে মাসে এসব সিটির মেয়াদ শেষ হবে। এর আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে।
পিবিএ/এএইচ

আরও পড়ুন...