আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে তথ্যমন্ত্রীর অনুরোধ

hasan-mahmud
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

পিবিএ,চট্টগ্রাম: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির পুনরায় নির্বাচনের দাবিকে শিশুসুলভ আচরণ । ‘ফাইনাল খেলায় দশ গোল খেয়ে, খেলাটা ঠিক হয়নি আবার খেলব, বিএনপির নির্বাচনের দাবির আচরণ তেমনটাই মনে হচ্ছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংযুক্ত আরব আমিরাতে এয়ার অব শেখ জায়েদ দিবসে লিডিং বাই এক্সাম্পল অ্যাওয়ার্ড পাওয়ায় প্রত্যয়, প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজেন মোহাম্মদ ইফতেখার হোসেনকে এ গণসংবর্ধনা দেওয়া হয়।

এ প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) ভেবেছিল ২০১৪ সালে নির্বাচনে অংশ না নেওয়ার তিনমাস, ছয়মাস কিংবা ১ বছর পর নির্বাচন হবে। কিন্তু সরকার পাঁচববছর সফলতার সঙ্গে দেশ পরিচালনা করেছে। এবারের নির্বাচনের হারের পর কয়েকদিন ধরে মির্জা ফখরুল ও মওদুদ সাহেবরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নির্বাচনের দাবি করছে।’

তিনি আরও বলেন, ‘ছোট বেলায় আমরা খেলায় হেরে গিয়ে যেভাবে নতুন করে খেলার জন্য ঝগড়া করতাম, বিএনপি এমনটাই বলছে। খুবই হাস্যকর, উদ্ভট। আমি তাদের অনুরোধ করব আপনারা নেতিবাচক রাজনীতি পরিহার করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হন।’

এ সময় তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর চা-চক্রে ঐক্যফ্রন্ট অংশ না নেওয়ারও সমালোচনা করেন।

দেশের বাইরে অবস্থান করা প্রবাসীদের প্রত্যেককে রাষ্ট্রদূত হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, ‘দেশের বাইরে এক কোটির বেশি প্রবাসী ভাই-বোনেরা সম্মানের সঙ্গে কাজ করছেন। সুইডেন, ডেনমার্কসহ অনেক উন্নত দেশের জনসংখ্যা এক কোটিও না। বিশ্বে অর্থনৈতিক মন্দার সময়ও তাদের পাঠানো রেমিটেন্সের কারণে একদিনের জন্য দেশের অর্থনীতি পর্যদুস্ত হয়নি। গত ৪০ থেকে ৪৫ বছরে তাদের মেধা, শ্রম, প্রজ্ঞার কারণে মধ্যপ্রাচ্য, মরুর বুকে সুউচ্চ অট্টলিকা তৈরি হচ্ছে। তাদের আচার-আচরণ, চিন্তা-চেতানার ওপর দেশের সম্মান ও ভাবমূর্তি নির্ভর করে। গুটি কয়েকজনের জন্য এ সম্মান নষ্ট হতে পারে না।

 

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...