পিবিএ, মালয়েশিয়া : বাংলাদেশেের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির ১৭ বছর পূর্তি উপলক্ষে মালয়েশিয়া এনটিভি দর্শক ফোরামের উদ্যেগে ক্যামেরুন হাইল্যান্ড ভ্রমণ করবে।
আগামী ৭ জুলাই রবিবার মসজিদ জামেক ডাব্লিউ হোটেল থেকে মালয়েশিয়া সময় সকাল ৮ ঘটিকায় ক্যামেরুন হাইল্যান্ড এর উদ্যেশে যাত্রা শুরু করবে। এনটিভি
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মূলত ফ্রি ট্যুরস আয়োজন করে এনটিভি মালয়েশিয়া। ট্যুরস সাথে যাত্রা করবেন মডেল ,কণ্ঠশিল্পী
,মিউজিশিয়ান ,চিত্রপরিচালক সহ মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির এক ঝাঁক তরুণ সাংবাদিকবৃন্দ।
মালয়েশিয়ার সৌন্দয্য নগরী ক্যামেরুন হাইল্যান্ড সৌন্দয্য উপভোগ করার জন্য এনটিভির দর্শকরা দিনব্যাপী ঘুরাফেরা ,নাচে গানে মাতাবেন শিল্পীরা। সন্ধ্যায় সবাই কুয়ালালামপুরের উদেশ্যে ফিরে আসবেন।
পিবিএ/কেএইচএইচ/জেডআই