আগাম জামিন পেলেন মতিউর রহমান চৌধুরী

পিবিএ,ঢাকা: মানহানির এক মামলায় দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বুধবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

জামিন চাইতে মতিউর রহমান চৌধুরী স্বশরীরে আদালতে হাজির হন।

জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম ফজলুল হক।

বিভিন্ন অভিযোগে নরসিংদীর যুগ মহিলা লীগ নেত্রী পাপিয়ার সঙ্গে জড়িয়ে একটি সংবাদ প্রচার করায় গত ১০ মার্চ রাজধানীর শেরে বাংলা নগর থানায় এই মামলা করেন মাগুরা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. সাইফুজ্জামান (শেখর)।

মামলায় মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন ফেসবুকার ও ইউটিউবারও রয়েছেন।

পিবিএ/এমআর

আরও পড়ুন...