আগের মতো কাপড়,গামছা,সুতার চরকা ঘোরানো, টাকুর টুকুর শব্দ শোনা যায় না তাঁত পল্লীগুলোতে, সুতার দাম বেশি হওয়ায় আর কাপড়ের দাম তুলনামূলকভাবে কম হওয়ার কারণে অনেক কারিগর ও মালিকরা তাদের বাপদাদার পেশা ছেড়ে দিচ্ছেন। তবে সরকারের সাহায্য সহযোগীতার আশায় এখন কিছু মালিকরা কারিগরদের দিয়ে কাজ করে যাচ্ছেন হয়তো আবারো তাদের সুদিন আসতে পারে এই প্রত্যাশায়। ছবিটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার তাজুরপাড়া গ্রাম থেকে তোলা। শনিবার, ২১ সেপ্টেম্বর। ছবি : পিবিএ/ছবি আব্দুল্লাহ আল মারুফ

All-focus

আরও পড়ুন...