রাজন্য রুহানি,জামালপুর: গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেছেন, ‘বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে শুধু একটা নির্বাচন সম্পন্ন করার জন্য জনগণ ক্ষমতায় বসায়নি। দলমত নির্বিশেষে রাষ্ট্রের মৌলিক পরিবর্তন, মানবিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে।’
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে জামালপুর জিলা স্কুল মাঠে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচন। রাষ্ট্র সংস্কারের জন্য যেটুকু সময় প্রয়োজন হবে গণঅধিকার পরিষদসহ বিপ্লবে অংশগ্রহণকারী সকল দল এই সরকারকে সে সময়টুকু দেবে।’
নুরুল হক নুর বলেন, বাকশালী, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর বাংলার মাটিতে দাঁড়াতে দেয়া যাবে না। এরা রাষ্ট্রদ্রোহী দল। এই গণঅভ্যূত্থানে জনগণের ওপর গুলি চালানোর জন্য আওয়ামী লীগ ভারত থেকে ব্ল্যাক ক্যাটসহ বাহিনী এনেছিলো। ভারতের তাবেদার ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে যারা অবস্থান নিবে তাদেরও প্রতিহত করতে হবে। সংস্কারের লক্ষে যে ৬টি কমিশন হয়েছে তা অত্যন্ত যৌক্তিক। অভিজ্ঞ ও দক্ষ রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনা সাপেক্ষে রাষ্ট্র সংস্কারের পথে এগিয়ে যাবে আমরা এই প্রত্যাশা করি।’
গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।