করোনা ভাইরাস প্রতিরোধ

আগে সচেতনতা, পরে সব কথা!


পিবিএ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) : ‘নভেল করোনা ভাইরাস প্রতিরোধে হাঁচি দেয়ার সময় টিস্যু, রুমাল বা মাস্ক ব্যবহার করুন। সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। চোখ, নাক ও মুখে হাত দেয়া থেকে বিরত থাকুন, বিশেষ প্রয়োজনে ফ্রি কল করুন ১৬২৬৩ নাম্বারে’-যে কোন সিম নাম্বারে কল করলে প্রথমেই এরকম সচেতনতামূলক কথা শোনা যায়। এরপরই অপরপ্রান্তে রিং বেজে উঠে।

কল রিসিভের পরই প্রয়োজনীয় সব কথা সারেন দুই প্রান্তে থাকা মানুষ। গত কয়েকদিন ধরে এমন সচেতনতামূলক তথ্য প্রচার করছে রবি, গ্রামীণফোন, এয়ারটেল, বাংলালিংক ও টেলিটকসহ সিম কোম্পানীগুলো। এমন প্রচারকে স্বাগত জানিয়েছেন শিক্ষিত ও সচেতন মহলসহ সর্বশ্রেণীর মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে বিশ্বে মহামারাী আকার ধারণ করেছে নভেল করোনা ভাইরাস। প্রতিদিনই ইতালী ও স্পেনসহ মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়ে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় মঙ্গলবার সকাল পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫১৪ জনের।-এমন তথ্য জানিয়েছে করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য প্রদানকারী ওয়েবসাইট প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ও মিটারস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৮০ জন। আর এর মধ্যে ১ লাখ দুই হাজার ৪২৩ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার পর্যন্ত করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইতালিতে ৬ হাজার ৭৭ জনের। এরপরে চীনে দ্বিতীয় সর্বোচ্চ তিন হাজার ২৭৭ জন। তৃতীয় সর্বোচ্চ মারা গেছে স্পেনে দুই হাজার ৩১১ জন। করোনা ভাইরাসের থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা যাওয়া লোকের মধ্যে অর্ধেকেরও বেশি উত্তরাঞ্চলীয় শহর লম্বার্ডিয়ায়। অঞ্চলটি এখন মৃত্যুপুরী। যত দিন যাচ্ছে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। যে দিকে যদি তাকানো যায়, সেখানে একই অবস্থা।

বাংলাদেশেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা ৩৩। ইতোমধ্যে প্রবাস ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। সতর্কতায় ১০ দিনের সাধারণ ছুটিসহ সারাদেশে সেনা মোতায়েন করা হয়েছে। লকডাউন করা হয়েছে অনেক অঞ্চল ও ভবন। এক্ষেত্রে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া দিয়েছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন...