রাবি ভোজনালয় শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবি

rajshahi_univarcity-PBA

আকরাম হোসেন,পিবিএ,রাবি: কর্মচারী নিয়োগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভোজনালয় শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের দাবি আজও বাস্তবায়ন হয়নি। বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভোজনালয় ইউনিয়নের সভাপতি হকসাদ আলী ও সাধারণ সম্পাদক জামাল উদ্দীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় কয়েকটি দাবির পক্ষে সিদ্ধান্ত নেন তারা। দাবির মধ্যে রয়েছে, গত বছরের ৯ জুলাই ভোজনালয় শ্রমিকদের চাকুরি স্থায়ীকরণের সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে শ্রমিকদের বেতন ও এককালীন টাকা বৃদ্ধির জন্য আবেদন করা হয়। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ৪৩০ তম সিন্ডিকেট সভায় ভোজনালয় কর্মচারীদের থেকে সাধারণ কর্মচারী হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করা হলেও তা আজ অবধি বাস্তবায়ন হয় নি। তাই অবিলম্বে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান তারা। এসময় ৩০ দিনের মধ্যে সিন্ডিকেট গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনেরও হুশিয়ারি দেন তারা।

এর আগে ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের ৪৩০ তম সিন্ডিকেট সভায় ভোজনালয় ইউনিয়নের দাবিনামা বিবেচনা করে অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্রকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠিত হয়। সেখানে ভোজনালয়ের শ্রমিকদের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের প্রচলিত বেতন স্কেলে চাকুরিবিধি প্রণয়নের সুপারিশ, সাধারণ কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করা হয়।

পিবিএ/এফএস

আরও পড়ুন...