বেতন বৃদ্ধির একদিন পর আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

পিবিএ,ঢাকা: সোমবার (১৪ জানুয়ারি) আশুলিয়ায় সকাল থেকে পোশাক কারখানার শ্রমিকেরা নতুন মজুরী কাঠামো প্রত্যাখান করে বিক্ষোভ করেন । নতুন মজুরি কাঠামো ছয় গ্রেডে বাড়ানোর সিদ্ধান্তের একদিন পর শ্রামিকদের মাঝে আবার অসন্তোষ দেখা যায়। বেতন বাড়ানো হলেও তাদের প্রত্যাশা অনুযায়ি বেতন বাড়ানো হয়নি।

আশুলিয়ার প্রায় ৫০টি কারখানা থেকে শ্রমিকেরা কাজ না করে বেরিয়ে সকাল ৯ টা থেকে তারা এ বিক্ষোভ শুরু করে। এ সময় বেশকিছু গাড়ি ভাংচুর করে তারা।পরে পুলিশ আসলে শ্রমিকদের সাথে ধাওয়া- পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুরো এলাকায় থমথমে বিরাজ করছে।

হামীম গ্রুপের সামনে শ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করলে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পুরো আশুলিয়া এলাকায় আজ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি করতে দেখা গেছে।

রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি নতুন এ মজুরি কাঠামো ঘোষণা করেন । এসময় তিনি বলেন, সংশোধিত এই কাঠামো ২০১৮ সালের ১ ডিসেম্বর থেকেই কার্যকর ধরা হবে। বর্ধিত অংশের টাকা ফেব্রুয়ারির বেতনের সাথে সমন্বয় করা হবে। আগামী সাত দিনের মধ্যে সংশোধিত কাঠামোর গেজেট প্রকাশ করা হবে জানিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

পিবিএ/এফএস

 

আরও পড়ুন...