পিবিএ, ঢাকা: আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজারের তালিকায় শীর্ষে দ্বিতীয় দিনের মত অবস্থান করছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮২ শতাংশ বা ৩ টাকা ৮০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৪ বারে ২ হাজার ৭৬১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৬ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ বা ২০ টাকা ২০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২২ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ২৮০ বারে ১ লাখ ২৩ হাজার ৪৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সোনালি আশঁ। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫০ শতাংশ বা ৫৮ টাকা ৯০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭২৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩ হাজার ১৫৯ বারে ১ লাখ ৫৩ হাজার ৫২৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- আজিজ পাইপস, এমবি ফার্মাসিউটিক্যালস, ফারইস্ট ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল হেভি কেমিক্যালস, নর্দান জুট ও লিবরা ইনফিউশনস।
পিবিএ/ এফএস