পিবিএ ডেস্ক: পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরকে উদ্ধারের জন্য নয়াদিল্লির সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। অবশ্য এ বিষয়ে ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান তিনি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপ করার সময় এ কথা বলেন তিনি। তিনি বলেন, নয়াদিল্লি সরকারের নির্দেশ অনুসারে ভারতীয় সেনাবাহিনী কাজ করবে তবে আজাদ কাশ্মিরকে উদ্ধারের জন্য সেনাবাহিনী সব সময় প্রস্তুত রয়েছে।
এর আগে ভারতীয় কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মিরের অংশবিশেষ উদ্ধার করে তাকে ভারতে অংশ করাই নয়াদিল্লি সরকারের পরবর্তী কার্যসূচি।
পিবিএ/জেডআই