আজ আষাঢ়ের প্রথম দিন। চেনা রূপ নিয়েই প্রথম দিনে হাজির আষাঢ়। কালো মেঘে আকাশ ঢেকে এলো তুমুল বৃষ্টি। গ্রীষ্মে গরমের অসহ্য যাতনা শেষে এ যেন স্বস্তির আষাঢ়। এরই মাঝে চলছে বিদ্যুত সঞ্চালন লাইনের কাজ। ছবিটি চট্টগ্রাম নগরীর বাংলা বাজার থেকে তোলা। শনিবার, ১৫ জুন। ছবি : পিবিএ / এম ফয়সাল এলাহী