আজ ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ছেন মাশরাফি

ফাইল ছবি

পিবিএ ডেস্ক: তিন দিনের ছোট বিরতি শেষে আজ বুধবার ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তিনি লিচেস্টারে টাইগারদের বিশ্বকাপ টিমে যোগ দেবেন এবং ২৩ মে বিশ্বকাপে অংশ নেয়া সব দলের অধিনায়কদের সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
এদিকে ওপেনার তামিম ইকবালও দুবাইয়ে পরিবারের সাথে ছুটি কাটিয়ে ২৩ মে দলের সাথে যোগ দেবেন।

একইদিন টাইগাররা লিচেস্টার থেকে কার্ডিফের উদ্দেশে রওনা করবে এবং ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচের প্রস্তুতি শুরু করবে। বাংলাদেশ আগামী ২৬ মে ভারত এবং ২৮ মে পাকিস্তানের মুখোমুখি হবে।

এরপর টাইগাররা লন্ডনের উদ্দেশে যাত্রা করবে। আগামী ২ জুন নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

আয়ারল্যান্ডে সফলভাবে ত্রিদেশীয় সিরিজ সম্পন্ন করার পর টাইগাররা এখন বিশ্বকাপের মতো বড় ইভেন্টে নিজেদের সক্ষমতা দেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।

এর আগে গত বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলেছিল।

এবার টাইগাররা ৯টি ম্যাচ খেলবে।তাদের টার্গেট সেমি ফাইনাল।

আরও পড়ুন...