আজ ঈদ করেননি বরিশালের ২০ গ্রামবাসী

গৌরনদীর ২০ গ্রামে ঈদ বৃহস্পতিবার।

পিবিএ, গৌরনদী: বরিশালের গৌরনদী উপজেলার ২০টি গ্রামের প্রায় এক হাজার দুইশ’ নারী-পুরুষ আজ বুধবার (৫ জুন) ঈদ করেননি। তারা আজ রোজা রেখেছেন এবং আগামীকাল বৃহস্পতিবার ঈদ করবেন।

উপজেলার বাঙ্গিলা হামিউস সুন্নাহ্ কওমি মাদ্রাসার সাত শিক্ষক ও আড়াইশ’ ছাত্রসহ ২৪৫টি পরিবারের সদস্যরা ৩০টি রোজা পূর্ণ করে বৃহস্পতিবার ঈদ উদযাপন করবেন বলে জানিয়েছেন

বুধবার ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান মাওলানা আবদুল কাদের বলেন, হাদীসে বর্নিত আছে চাঁদ দেখে রোজা রাখা ও চাঁদ দেখে ঈদ কর। কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির প্রথম ঘোষণা কোরআন ও সুন্নাহ’র ভিত্তিতে সঠিক ছিল। পরবর্তীতে রাত ১১টায় চাঁদ দেখা কমিটির ঘোষণা কোরআন ও সুন্নাহ’র ভিত্তিতে সঠিক হয়নি।

তিনি বলেন, এ কারণে কোরআন ও সুন্নাহ’য় বিশ্বাস করে মাদ্রাসার ৭ শিক্ষক ও ২৫০ জন ছাত্রসহ আশপাশের ধুরিয়াইল, ধানডোবা, নন্দনপট্টি, চাঁদশী, বড়কসবা, চেংগুটিয়াসহ ২০টি গ্রামের ২৪৫টি পরিবারের ১২ শতাধিক মানুষ বুধবার ভোররাতে সাহরি খেয়ে রোজা রেখেছেন।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...