পিবিএ ডেস্ক: আজ বাতাসে শুভাষিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান। প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন ফুলেরা সব ফুটেছে বাগানে।
আজ ৩০ অক্টোবর পারভীন রেজার শুভ জন্মদিন। কবির প্রাতিষ্ঠানিক নাম ফিরোজা পারভীন। ১৯৭৩ সালের ৩০ অক্টোবর পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার নিজের পরিচয়ের পাশা পাশি আরও একটি পরিচয় আছে। বর্তমান সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম এর সহধর্মিণী।
পারভীন রেজা স্কুল জীবন থেকে লেখা লেখি শুরু করেন। নিয়মিত ভাবে লিখছেন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা সমুহে।সাহিত্যের প্রতিটি শাখায় রয়েছে তার অবাধ বিচরণ। ১৯৯৯ সালে তার প্রথম কাব্যগ্রন্থ “নীহারিকা” প্রকাশ পায়। কাব্যগ্রন্থটি পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়। ২০১০ সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক “এবং যুদ্ধ” কাব্যগ্রন্থ “দূরের আমি” প্রকাশিত হয়। ২০১১ সালে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ “ডানা ভাংগা পাখি”, “প্রিয় শিমুল” ২০১৬, “নোনাজল” ২০১৮, “ডাকাতিয়া জল” ২০১৯ এবং গল্পগ্রন্থ: “প্রিয়জন” ২০১৫।
পারভীন রেজার পদচারণা শুধু পত্রিকা আর বইয়ে সীমাবদ্ধ নয়। এরই মধ্যে টেলিভিশনের জন্য তার গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে প্যাকেজ নাটক “অসহায় আলো”। আসা করা যায় এই মাধ্যমেও সে তার সাফল্যের চূড়ায় পৌছাবে।
সদা হাস্যজ্বল এই মানুষটি সবার মাঝে ভালোবাসার সাথে বেঁচে থাকুক অনন্তকাল।
পিবিএ/এমএসএম