আজ ক্ষুদ্রতম চাঁদের দেখা মিলবে

পিবিএ ডেস্কঃ ১৩ বছর পর আজ শুক্রবার আবার দেখা যাবে মাইক্রো মুন বা ক্ষুদ্রতম চাঁদ। এর আগে দেখা গিয়েছিল ২০০৬ সালের জানুয়ারি মাসে। তারপর এই শুক্রবার পূর্ণিমার রাতেই চাঁদকে সব থেকে ছোট দেখাবে। বিজ্ঞানীদের মতে মাইক্রো মুনের ক্ষেত্রে চাঁদ ১৪ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছোট দেখায়।

পজিশনাল অ্যাস্ট্রনমি সেন্টার সূত্রে জানা যায়, এবার পূর্ণিমা শুরু হচ্ছে বাংলাদেশ সময় ১৩ সেপ্টেম্বর সকাল ৮টা ৬ মিনিটে। আর শেষ হবে ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা ৩৩ মিনিটে। ফলে এই সময়ের মধ্যে চাঁদকে সব থেকে ছোট দেখাবে। তবে মাইক্রো মুন দেখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে মেঘলা আকাশ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজও আকাশ মেঘলা থাকবে। সঙ্গে চলবে বৃষ্টি। তাই ১৩ বছর পর বাংলাদেশের মানুষের মাইক্রো মুন দেখার সুযোগ খুব কম। সেক্ষেত্রে পরের মাইক্রো মুন দেখতে গেলে অপেক্ষা করতে হবে ২০৩৩ সালের মে মাস পর্যন্ত। ওই সময় চাঁদ আবার পৃথিবী থেকে সব থেকে দূরে চলে যাবে।

পিবিএ/এমএস

আরও পড়ুন...