পিবিএ ,ডেস্ক: ঢাকায় প্রেমিক নেহাল সুনন্দ তাহের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। আর আজ (২৪ অক্টোবর) গায়ে হলুদ। এদিকে আগামী ২৭শে অক্টোবর হবে বউভাত। পাত্র বেসরকারি টেলিভিশনে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। বন্ধু তৌসিফের মাধ্যমে নেহালের সাথে সাবিলার পরিচয়, সেখান থেকেই প্রেম। গত এক বছর প্রেমের পর পারিবারিক ভাবে তার বিয়ের সিদ্ধান্ত নেন।
স্বামী নেহালকে নিয়ে সাবিলা বলেন, সে আমাকে খুব বোঝে। আমার কাজের ব্যাপারেও বেশ সাপোর্টিভ। আমার কঠিন সময়ে ও আমার পাশে ছিল। সেই বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছি ভেবে ভালো লাগছে।
জানা গেছে, পাত্র নেহাল সুনন্দ তাহেররের দেশের বাড়ি চাঁদপুর। নেহালের বাবা আবু তাহের ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক উপ মহাপরিচালক ও মা উম্মে কুলসুম ঢাকার একটি কলেজের চীফ কো-অর্ডিনেটর অফিসার।
২০১৪ সালে সাবিলা নূর মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এরপর একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করেছেন। এরপর কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেন তিনি। সাবিলার প্রথম অভিনীত নাটক ‘ইউ টার্ন’।
পিবিএ/এমএ