আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যরা

পিবিএ ডেস্ক : চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী এবং টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার ৪৬ সদস্য। আজ বুধবার সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে ভোরেই বাসযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন মন্ত্রীসভার সদস্যরা।প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানা যায়, সকাল ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে তিনি মন্ত্রীসভার সদস্যদের নিয়ে বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকসদল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবেন।

এদিকে বাসযোগে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে এবং বঙ্গবন্ধুর সমাধিতে মন্ত্রীদের শ্রদ্ধা জানানোর ঘটনা এবারই প্রথম। এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু জানান, বুধবার বাসযোগে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন। ভোরে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে থেকে রওনা করে টুঙ্গিপাড়া পৌঁছাবেন। পরে বাসে করেই ফের ঢাকায় ফিরবেন তারা।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী নিজেও বাসযাত্রায় শামিল হতে চেয়েছিলেন। কিন্তু তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা সংশ্লিষ্টরা তাকে হেলিকপ্টারে যেতে অনুরোধ করেন।

ক্যাবিনেট সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য মন্ত্রীদের বাসে করে যাওয়ার বিষয়ে মন্ত্রীপরিষদ বিভাগ ব্যবস্থা করেছিল। তবে বুধবার টুঙ্গিপাড়ায় মন্ত্রীদের বাসে করে যাওয়ার বিষয়টি যোগাযোগ মন্ত্রণালয় ব্যবস্থা করবে।

এদিকে, প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদের সদস্যদের টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে জেলার সর্বত্র ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...