পিবিএ,বিনোদন : এশিয়ান টিভিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘আস্তা পাগল’। আপন হাসানের রচনায় কমেডি ধাঁচের এই ধারাবাহিক নাটকটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা রায়হান আহমেদ। কুদরত তালুকদার একটা মানসিক হাসপাতালের মালিক। তার যৌবন বয়সে প্রেমে ব্যর্থ হয়ে মাথায় সমস্যা দেখা দেয়, তাই মানসিক রোগীদের কথা চিন্তা করে হাসপাতালটি প্রতিষ্ঠা করে।
ঐ দিকে আনিস আর তাবিজ দুই বন্ধু। আনিস শুধু আনে কাউকে কিছু দেয় নাএ তার মাথার সমস্যার জন্য বউ চলে যায়। আর সেই থেকে এই বুড়ো বয়সেও বিয়ের জন্য পাত্রী খুজছে থাকে। এছাড়া সমাজের আরো কিছু পাগলরুপী মানুষের গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘আস্তা পাগল’ শিরোনামের নতুন ধারাবাহিক নাটক। কুদরত তালুকদার চরিত্রে অভিনয় করছেন এটি এম শামছুজ্জামান। নাটকটি প্রসঙ্গে তরুণ নির্মাতা রায়হান আহমেদ বলেন, ‘নাটকটির গল্প অনেক সুন্দর।
সব মিলিয়ে হাস্যরসের মাধ্যমে চারপাশের বাস্তবতা তুলে ধরা হয়েছে। এই প্রথম ভিন্ন ধারার একটি কমেডি নাটক দর্শকরা দেখতে পারবে। সংক্ষেপে বলা চলে কমেডি আর বাস্তবিক ঘটনা নিয়ে অসাধারন একটি এন্টারটেইনিং গল্প ‘আস্তা পাগল’। নাটকটিতে আরো অভিনয় করছেন- লিনিয়া হক, শবনম পারভিন, নাদের চৌধুরী, সাব্বির আহমেদ, ঈশানা, শিশির আহমেদ, প্রান রায়, রাশেদুল ইসলাম অপু, শামীমা তুষ্টি, অনন্যা অনু, কাজী উজ্জল, শফিক খান দিলু, এস এম কামরুল বাহার, তমাল, বিল্লু, সীমান্ত, রাখি মমতাজ, নিথর মাহাবুব সহ আরও অনেকে। আজ থেকে প্রতি শনি থেকে সোমবার রাত ৮:৩০ মিনিটে এশিয়ান টিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটকটি। এছাড়া একই দিন রাত ১০টায় নাটকটি পুনঃপ্রচারিত হবে।
পিবিএ/এমএস