আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা, সাকিবকে নিয়ে অনিশ্চয়তা

পিবিএ ডেস্ক: বিশ্বকাপে আজ মঙ্গলবার দুই প্রতিবেশীর লড়াই। ইংল্যান্ডের ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে বিকেলে মুখোমুখি হচ্ছে ১৯৯৬ বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলংকা ও ২০১৮ এশিয়া কাপের রানার্স আপ বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। চলতি টুর্নামেন্টে দুই দলেরই আজ চতুর্থ খেলা। এদিকে বিশ্বকাপে শুধু বাংলাদেশের নয়, এখন পর্যন্ত সব দল মিলিয়ে সেরা ব্যাটসম্যান সাকিব আল হাসান। সেই সাকিবের আজকে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সোমবার দলের সঙ্গে ব্রিস্টলে অনুশীলনে এলেও নেটে ব্যাটিং বা বোলিং করেননি সাকিব। শুরুতে মনে হয়েছিল তিনি বিশ্রামে আছেন। কিন্তু পরে জানা গেছে, তাঁর ঊরুতে চোট আছে। কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেন সাকিব। সেই সেঞ্চুরির পথেই ঊরুতে চোট পান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলে একটি ম্যাচে জয় পেলেও হেরেছে দু’টি ম্যাচে। অপর দিকে শ্রীলংকাও খেলেছে তিনটি ম্যাচ। তবে শ্রীলংকা একটি ম্যাচে জয়, একটি ম্যাচে পরাজয় আর একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ থেকে এক পয়েন্ট বেশি নিয়ে আজ মাঠে নামবে।

এই ম্যাচটি দুটি দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ সেমিফাইনালের পথে এগিয়ে যেতে হলে এই ম্যাচে জিততে হবে। ফলে শ্রীলংকার বিপক্ষে আজ জয়ের টার্গেট নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এবার জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের টানা দু’ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। ফলে এই ম্যাচে জয়ের জন্য ব্যাকুল হয়ে আছে মাশরাফির দল। বিস্ট্রলের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ।

এবারের বিশ্বকাপে সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে দিয়ে শুরু করে টাইগাররা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেটের হারে টুর্নামেন্টে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচেও হারে বাংলাদেশ। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা। ফলে টানা দুই ম্যাচে হেরে একটু পিছিয়ে আছে মাশরাফিরা। তিন খেলায় ১টি জয় ও ২টি হারে ২ পয়েন্ট সংগ্রহে রাখতে পেরেছে বাংলাদেশ। এতে সেমিফাইনালে খেলার লক্ষ্যের পথ কঠিন হতে শুরু করে। সেমিতে খেলতে হলে পরের ৬ ম্যাচ থেকে অন্তত ৪টি জয় লাগবেই বাংলাদেশের।

তাই শ্রীলংকার বিপক্ষে ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবার চেষ্টাও করছে না মাশরাফির দল। মূল কথা হচ্ছে পরাজিত হওয়া দুই ম্যাচেও লড়াই করেছে টাইগাররা। তবে শ্রীলংকার সাথে বৃষ্টিও ভাবাচ্ছে বাংলাদেশকে। কারণ আগেরদিন সারাদিনই ব্রিস্টলে অবিরাম বৃষ্টি হয়েছে। গতকাল সকাল থেকে সূর্য দেখা যাচ্ছে না ব্রিস্টলে। ওভাল ও কার্ডিফের বৃষ্টি ভেস্তে দিয়েছিলো বাংলাদেশের অনুশীলন। তাই শ্রীলংকার বিপক্ষে ম্যাচে আগে খোলা আকাশের নীচে অনুশীলনের সুযোগ পাচ্ছে মাশরাফি-তামিমরা। এমনকি শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলতেও জয়ের জন্য উদগ্রীব হয়ে আছে বাংলাদেশ দল। কারণ এ ম্যাচ থেকেই পূর্ণ ২ পয়েন্টই চাইছে তারা। বৃষ্টি কিংবা হার বাংলাদেশকে আরও পিছিয়ে দিবে। তবে ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্রিস্টলে। সেক্ষেত্রে ম্যাচের গতিপথ কি হবে তা এখনই বলা মুশকিল। প্রতিপক্ষ শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড মোটেও ভালো নয়। ৪৫ দেখায় মাত্র ৭টিতে জয় পেয়েছে বাংলাদেশ। অবশ্য সর্বশেষ মুখোমুখিতে জয় আছে বাংলাদেশের।

গেল বছরের সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলংকাকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ১৩৭ রানের বিশাল জয় তুলে নেয় টাইগাররা। তাই ব্রিস্টলের মাটিতে একটি দুর্দান্ত জয়ের স্মৃতি ও শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ দেখায় বড় জয় আজকের ম্যাচে সাফল্য পেতে এগিয়েই রাখবে বাংলাদেশকে। বাংলাদেশের মত এখন পর্যন্ত বিশ্বকাপে ৩টি ম্যাচ খেলেছে শ্রীলংকাও।

এবার টাইগারদের চেয়ে এক পয়েন্ট বেশি সংগ্রহে রয়েছে তাদের। কারন শ্রীলংকার ১টি করে ম্যাচ জয়-হার-পরিত্যক্ত হয়েছে। তাই ৩ পয়েন্ট সংগ্রহে রয়েছে লংকানদের। নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে হার দিয়ে এবারের আসরে যাত্রা শুরু করে শ্রীলংকা। এরপর বৃষ্টি আইনে আফগানিস্তানকে ৩৪ রানে হারায় লংকানরা। তবে পাকিস্তানের বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। ঐ ম্যাচটি এই ব্রিস্টলেই ছিলো। সিংহদের জন্য বড় দু:সংবাদ হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের সেরা খেলোয়াড় নুয়ান প্রদীপ ইনজুরির কারণে আজ খেলতে পারছেন না।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহি, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা দল : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ধনানঞ্জয়া ডি সিলভা, আবিস্কা ফার্নান্দো, সুরাঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, জীবন মেন্ডিস, কুশল পেরেরা, থিসারা পেরেরা, মিলিন্দা সিরিবর্ধনে, লাহিরু থিরিমান্নে, ইসরু উদানা ও জেফরি বান্দারসে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...