আজ বিশ্বকাপে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

পিবিএ স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু সেমিফাইনালের আশা শেষ হয়ে গেছে ভারতের কাছে হেরে। তবে পাকিস্তানকে হারিয়ে এবারের আসরে শেষটা রাঙ্গিয়ে দিতে চায় বাংলাদেশ। শুধু তাই নয়, পাকিন্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে নিজেদের সেরা অবস্থানে থাকাই লক্ষ্য টাইগারদের। তাই পাকিস্তানের বিপক্ষে জয় পেতে টিম বাংলাদেশ মরিয়া হয়েই লড়বে।

ওয়ানডেতে জয়ের পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যানে শেষ চার ম্যাচে জয়ী দল বাংলাদেশ। ওয়ানডেতে এবার ৩৭ বারের মতো দেখা হবার অপেক্ষায় বাংলাদেশ-পাকিস্তান। তবে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাত্র একবারই খেলেছে বাংলাদেশ। ১৯৯৯ আসরে টাইগারদের সেই জয় এখনও দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম আলোচিত।

প্রথমবার বিশ্বকাপের মঞ্চে গিয়ে নিজেদের দ্বিতীয় জয়টা এসেছিল সে সময়ের মহাপরাক্রমশালী পাকিস্তানের বিপক্ষে, যারা সেই বিশ্বকাপেরই ফাইনালিস্ট দল। ৩১ মে’র সেই লড়াই-ই এখন পর্যন্ত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র দেখা। মাঝে পেরিয়েছে চার আসর। কখনও আর বিশ্ব আসরে মুখোমুখি হয়নি দুদলের। সেই হিসাবে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে শতভাগ সফল টিম বাংলাদেশ।
১৯৮৬ এশিয়া কাপে এই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ানডে অভিযাত্রা শুরু হয়েছিল টাইগারদের। নর্দাম্পটন বীরত্বের আগে ওই ম্যাচটিসহ আরও ৫ দেখাতেও জুটেছিল পরাজয়ের লজ্জা। তবে ৯৯ এর প্রেরণাকে অঘটনের গন্ডি থেকে অবশ্য সহসা বের করতে পারেনি বাংলাদেশ। এরপর হেরেছে টানা ২৫ ওয়ানডে। ওই সময়ের মধ্যে আছে, হৃদয়ভাঙ্গা ২০১২ এশিয়া কাপও। ফাইনালে পাকিস্তানের কাছে হেরে জেতা হয়নি এশিয়ান শ্রেষ্ঠত্ব। আর ২০১৪ এশিয়া কাপে ৩২৬ রান করেও হারতে হয়েছিলো আফ্রিদি ঝড়ে।

এরপর নতুন ইতিহাস লেখা শুরু বাংলাদেশের। জয়ের সংখ্যাটা কম হলেও, দুদলের শেষ চার ম্যাচে জয়ী দল বাংলাদেশ।

২০১৫ তে হোম সিরিজে টানা তিন ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো পাকিস্তানকে টপকে র‍্যাঙ্কিংয়ে ওপরে উঠে যায় বাংলাদেশ। তাও আবারও ছয়ে। যা এখন পর্যন্ত টাইগারদের সর্বোচ্চ র‍্যাঙ্কিং।

দুদলের সবশেষ লড়াইটা জমেছিল সবশেষ এশিয়া কাপে। পাকিস্তানকে সুপার ফোর থেকে বিদায় করে শিরোপা লড়াইয়ে নিজেদের নিয়ে গিয়েছিল বাংলাদেশ।

৯৯ এ যেমন শেষ ম্যাচ ছিল, এবারও ইংল্যান্ড আসরের শেষ ম্যাচে মুখোমুখি হবার অপেক্ষায় বাংলাদেশ ও পাকিস্তান। সেবার আগেই পরের রাউন্ড নিশ্চিত করে রাখা পাকিস্তান এবার সেমিতে যাবার কঠিন সমীকরণে। যেখানে বাংলাদেশের লক্ষ্য শুরুর মতই জয়ের তৃপ্তি নিয়ে শেষ করার।

পিবিএ/বাখ

আরও পড়ুন...