পিবিএ,ঢাকা: টানা কয়েক দিনের তীব্র তাপদাহে হাঁপিয়ে উঠেছে জনজীবন। ভ্যাপসা গুমোট আবহাওয়ায় মানুষ কেবল বৃষ্টির আশায় তাকিয়ে আছে আকাশ পানে। তবে, আজ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনিসিংহ, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দুয়েকটি জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্ত ভাবে শীলা বৃষ্টি হতে পারে।
এ ছাড়া টাঙ্গাইল, নোয়াখালী, রাজশাহী, পাবনা ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহও কিছুটা কমতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকায় তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
পিবিএ/এএইচ