আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পিবিএ,ঢাকা: আজ শনিবার বৈঠকে বসছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হবে। বৈঠক থেকে দলের নেতাদের উদ্দেশে আ’লীগ সভাপতি বিষয়ে কিছু বার্তা দেবেন বলে জানা গেছে।

দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোটের পর প্রথমবারের মতো এ ধরনের বৈঠকে দলের ভবিষ্যকরণীয় চূড়ান্ত করা হবে। তারা বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, ২০২০ সালে ‘মুজিববর্ষ’ পালনসহ সাংগঠনিকভাবে দলকে কীভাবে আরও মজবুত করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

আ’লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খানের সঙ্গে। তিনি বলেন, নির্বাচনে দেশের মানুষ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগের পক্ষে বিশাল রায় দিয়েছে। ভোট উৎসবে তারা আওয়ামী লীগের ওপর, শেখ হাসিনার ওপর আস্থা রেখেছে। এটা বিবেচনায় নিয়ে দেশের মানুষের জন্য আর কি কি করা যায় সে বিষয়ে আলোচনা হবে।

তিনি বলেন, আগামী বছর ২০২০ সাল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এটাকে আমরা ‘মুজিববর্ষ’ হিসেবে পালন করব। এ নিয়েও আলোচনা হবে। এ ছাড়া আগামীতে হতে যাওয়া স্থানীয় সরকার নির্র্বাচনে দলের করণীয় নিয়েও আলোচনা হতে পারে।

জানতে চাইলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, এটা নির্বাচনী পরবর্তী বৈঠক। সব বৈঠকেরই কিছু এজেন্ডা থাকে। সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করার পাশাপাশি বৈঠকে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

এদিকে আগামীকাল রোববার ঢাকা ও ঢাকার পাশের জেলার নেতাদের সঙ্গে যৌথসভা করবে আওয়ামী লীগ। বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের ওই সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভায় ঢাকা, গাজীপুর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ মহানগর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, এমপি, সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, উল্লিখিত জেলাসমূহের সব উপজেলা, থানা ও পৌর আ’লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়ররা উপস্থিত থাকবেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...