পিবিএ, ঢাকা: আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ কোটি ৬ লাখ ৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ১১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে বৃটিশ আমেরিকান টোব্যাকো। কোম্পানির ৬ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
এসকে ট্রিমস ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- আল-হাজ টেক্সটাইল মিলস ২১ লাখ ৩৪ হাজার, ব্রাক ব্যাংক ৯০ লাখ ৫০ হাজার, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ৫ লাখ ৩ হাজার, ইনটেক লিমিটেড ১৩ লাখ ৫৩ হাজার, কেপিসিএল ১৭ লাখ ১৬ হাজার, কাট্টালি টেক্সটাইল ২৫ লাখ ৪৩ হাজার, মুন্নু সিরামিকস ৬৯ লাখ ৫৬ হাজার ও স্টান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডর ১৭ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পিবিএ/এফএস