আজ মহানায়ক উত্তম কুমারের ৯২ তম জন্মদিন

পিবিএ: পরপারে গমন করেছেন ৩৯টি বসন্ত পেরিয়েছে। আজও বাঙালির মননে উত্তম কুমার আবেগ এতটুকুও অমলিন হয়নি। মুখো গোঁজা সিগারেট, একমেবাদ্বিতীয়ম অ্যাটিটিউডে তিনিই সেরা। তিনি অরুণ কুমার চট্টোপাধ্যায়। টালিগঞ্জ স্টুডিও পাড়ায় যেই ব্যক্তির নামই যথেষ্ট। তখনও ছিল। আজও রয়েছে।

কারণ, বাংলা স্বর্ণযুগের সিনেমার সেরা আবিষ্কার এই ‘মহানায়ক’। অপলক আকর্ষণীয় চাহনি৷ ঠোঁটের কোণের মিষ্টি হাসি৷ দুর্দান্ত অভিনয়ৃ এটুকুই যথেষ্ট উত্তম কুমার আবেগটাকে ধরিয়ে দেওয়ার জন্য। কত মোহমোয়ী তার মোহে মুগ্ধ হয়ে বিনিদ্র রজনী কাটিয়েছেন এককালে। আজ ৩ সেপ্টেম্বর৷ সেই মহানায়কের জন্মদিন৷ বেঁচে থাকলে ৯৪টি বসন্ত পার করতেন। বিভিন্ন ছবিতে উত্তম কুমারের লুক আজও প্রশংসিত।

পিবিএ/এমআই

আরও পড়ুন...