পিবিএ স্পোর্টস ডেস্ক: রোববার (৩০ জুন) ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। প্রতিপক্ষ হলেও ইংল্যান্ডের এমন বেহাল অবস্থায় কোহলির কন্ঠে কিছুটা সমবেদনাই শোনা গেল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘ইংল্যান্ডের এমন পারফরম্যান্স সবাইকেই অবাক করেছে। আমরা ভেবেছিলাম, ওদের কন্ডিশনে দাপট দেখাবে। কিন্তু এমন কিছু দেখতে হবে ভাবিনি। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বলেছি, চাপ অনেক বড় ব্যাপার। ছোট স্কোরও রক্ষা করতে জানতে হবে। কারণ, আমি আগে দুই বিশ্বকাপ খেলেছি, যে কেউই যে কাউকে হারাতে পারে। আফগানিস্তানের বিপক্ষেই কঠিন সময় পার করেছি আমরা। আপনি কোনো ম্যাচকেই হালকাভাবে নিতে পারেন না।’
গত তিন বছর দুর্দান্ত ওয়ানডে খেলেছে ইংল্যান্ড। র্যাংকিংয়ে শীর্ষে উঠে নিজেদের প্রমানে কোনো কমতি রাখেনি। কিন্তু সেই ইংল্যান্ডকেই এখন সেমিতে পৌঁছাতে হিসেব করে করে পা ফেলতে হচ্ছে। কোহলি কিছুটা পরামর্শ দিয়ে বলেন, ‘অন্য দলগুলো ইংল্যান্ডের চেয়ে ভালো খেলেছে, এটা হতেই পারে। নিজেদের সমস্যার সমাধান ইংল্যান্ডকেই করতে হবে। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় খেলা যতটা স্বাভাবিক রাখা যায় ততই ভালো। এসব ক্ষেত্রে আবেগী বা উত্তেজিত হলে নিজেদের ওপরই চাপ সৃষ্টি হয়।’
পিবিএ/বাখ