আজ রাতে ফিরছে মালয়েশিয়ায় নিহত পাঁচ বাংলাদেশির লাশ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি

পিবিএ,ঢাকা: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ মালয়েশিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে শুক্রবার রাতে দেশে আসছে। এ ব্যাপারে সব প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ বিমান আজ রাত ১২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে। সাথে তাঁরা পাঁচজন যে প্রতিষ্ঠানে কাজ করতেন, সেই ‘কিয়াস এইচডি এন বিএইচডি’ কোম্পানির পক্ষ থেকে চারজন কর্মকর্তাও ঢাকায় আসবেন বলে দূতাবাস সূত্রে জানা গেছে ।

নিহত পাঁচজনের মধ্যে দুজন চাঁদপুর, দুজন কুমিল্লা ও একজন নোয়াখালীর। তাঁরা হলেন—চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার দেবীপুরের সোহেল (২৪) ও ফরিদগঞ্জ থানার চরভাগলের আলামিন (২৫), কুমিল্লা জেলার লাকসাম থানার দুরলবপুর গ্রামের মহিন (৩৭) ও দাউদকান্দি থানার হাসানপুর কলেজপাড়ার ঢাকাগাঁও গ্রামের রাজীব মুন্সি (২৭) এবং নোয়াখালী জেলার চাটখিল থানার নোয়াখোলা এলাকার গোলাম মোস্তফা।

এদিকে শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ আদায়ে সচেষ্ট রয়েছে দূতাবাস।

গত ৭ এপ্রিল মালয়েশিয়ায় রোববার রাত ১১টায় বাস খাদে পড়ে ৫ বাংলাদেশিসহ ১১জন নিহত হন। ওই ঘটনায় আরও ৩৪ বাংলাদেশি আহত ছিলেন।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...