আজ রাতে রিয়ালের বিপক্ষে মাঠে নামবে এটলেটিকো

পিবিএ ডেস্ক: স্প্যানিশ লা লীগার ম্যাচে আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ এবং এটলেটিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে ম্যাচটি।

এবারের লীগের শুরুতে ভালো না করতে পারলেও আস্তে আস্তে নিজেদের সেরা ফর্মের দিকে ফিরতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ।

এখন পর্যন্ত হওয়া ৬ ম্যাচের মধ্যে ৪টি জয়ের সাথে ২টি ড্রতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লস ব্ল্যাংকসরা। অপরদিকে সমান সংখ্যক ম্যাচে মাত্র ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এটলেটিকো মাদ্রিদ।

আজকের ম্যাচে রিয়ালের লক্ষ থাকবে প্রতিপক্ষের মাঠ থেকে পূর্ন পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করা; অপরদিকে এটেলেটিকো চাইবে রিয়ালকে হারিয়ে শীর্ষস্থান নিজেদের দখলে নিতে।

মাদ্রিদের দুই চিরপ্রতিদ্বন্দ্বিদের মধ্যকার খেলায় জয়ী হবে কোন দল, জানতে হলে অপেক্ষা করতে হবে আজ রাত পর্যন্ত!

পিবিএ/ইকে

আরও পড়ুন...