আজ রামগড় হানাদার মুক্ত দিবস।

পিবিএ,ঢাকা: আজ ৮ডিসেম্বর । ১৯৭১ সালের আজকের এ দিনে পার্বত্য খাগড়াছড়ি জেলার বর্তমান বিজিবির জন্মস্থান রামগড় হানাদার মুক্ত হয়।

তৎকালীন মহকুমা শহর রামগড়ে ৭ ও ৮ ডিসেম্বর দু দফায় ভারতীয় বিমান বাহিনীর তিনটি জেট বিমান রামগড়ে দখলদার পাকিস্তানী হানাদার বাহিনীর অবস্থান গুলোকে লক্ষ্য করে প্রবল আক্রমন করে।
আক্রমনে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে সদলবলে রামগড় থেকে পালাতে শুরু করে।
৮ ডিসেম্বর বিকাল বেলায় মুক্তিযুদ্ধের সংগঠক (মরহুম) সুলতান আহমদ আনুষ্ঠানিকভাবে রামগড়ের আকাশে লাল সবুজের পতাকা উত্তোলন করেন। পার্বত্য খাগড়াছড়ি জেলার প্রথম হানাদার মুক্তাঞ্চল রামগড়। পরদিন মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে দাওয়া করলে চট্টগ্রামের দিকে পলায়ন করে।

আলোচনা সভা,র‌্যালীসহ নানা কর্মসুচীর মধ্যমে রামগড়ে স্থানীয় ভাবে আজ নাদার মুক্ত দিবস পালন করছে বিভিন্ন সংগঠন।
পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...