আজ শহীদ জেহাদ দিবস

পিবিএ,ঢাকা: আজ শহীদ জেহাদ দিবস। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে ঢাকার পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন নাজির উদ্দিন জেহাদ। আজ তার ২৪তম শাহাদাতবার্ষিকী। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নবগ্রামে জন্মগ্রহণ করেন তৎকালীন জাতীয়তাবাদী ছাত্রদলের এই সক্রিয় কর্মী।

আজ শহীদ জেহাদ দিবস
শহীদ জেহাদ

দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচি : সকাল ৯ টায় দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্কয়ার-এ পুষ্পার্ঘ্য অর্পণ করবে বিএনপি। এছাড়া বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন। সভাপতিত্ব করবেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...