পিবিএ ডেস্ক: এ সময়ের শিশুশিল্পী আপনের শুভ জন্মদিন আজ। তিনি ২০০৬ সালের ১ মে মন্ট্রিয়ালের জুইস জেনারেল হাসপাতালে জন্মগ্রহণ করেন। এ বছরে শিশুশিল্পী আপন ১৩ বছরে পা দিয়েছেন। প্রতিবছর আপনের জন্মদিন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিন্তু এবার তেমন কোনো আয়োজন নেই বলে জানান আপনের পিতা ও জাজ মাল্টিমিডিয়ার সি ইও আলিমুল্লাহ খোকন। তিনি বলেন, এবার আপনের জন্মদিন তেমন কোনো আয়োজন করা হয়নি। আজ শুধু পরিবারের সাথে জন্মদিন কাটাবে আপন। এজন্য সন্ধ্যায় ছোট একটি আয়োজন করেছি। এছাড়াও আগামী রবিবার আপনের সব বন্ধুরা বাসায় আসবে ও জন্মদিনের কেক কাটবে।
শিশুশিল্পী আপন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গান গেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। তারপর বাংলাদেশের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে ‘হবে হবেই জয়’ নামের একটি গান করেন তিনি। গানটি দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি নিয়ে আলোচনার ঝড় ওঠে ও প্রশংসিত হয়। তারই ধারাবাহিকতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে নিয়েও গান করেছেন আপন।
এদিকে, আপন বিভিন্ন অনুষ্ঠানে স্টেজ মাতিয়েছেন। তা ছাড়া বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। এছাড়া ‘ছোট্ট আমি হতে পারি’ শিরোনামের অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। সিডি প্লাসের ব্যানারে প্রকাশিত এ আ্যালবামে মোট আটটি গান রয়েছে।
এই অ্যালবামের অনেক গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। ‘মা’ শিরোনামের গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এছাড়া ‘বাবা’ শিরোনামের গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ডা. ইলা। এছাড়াও আপনের নিজের ইউটিউবে চ্যানেলে তার কন্ঠ দেওয়া ৩০টি গান রয়েছে।
পিবিএ/এফএস