আজ সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা


পিবিএ ডেস্ক: দূর থেকে যতটা সুন্দর ও মায়াময় মনে হয় বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা সেই সুখের স্বর্গে নেই। লিটন দাসের দারুণ সেঞ্চুরিতে টানা ৫ ম্যাচ হারের পর জয় পেয়েছিল টাইগাররা। আজ জিতলে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত। জলের মতো সহজ। তবে একটা অস্বস্তি রয়েই যায়। জিম্বাবুয়ে দলে ফিরছেন শন উইলিয়ামস ও আরভিন। আজ একেবারে ফাঁকা মাঠে গোল দিতে পারবে না বাংলাদেশ।

মাশরাফি হোটেলে ছিলেন। ঐচ্ছিক অনুশীলন বলে যাননি। আগের দিন ২টি উইকেট পেয়েছেন।

অধিনায়ক হিসেবে ১০০তম উইকেট তুলে নেন। কিংবদন্তি অধিনায়কদের কাতারে দাঁড়িয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে জয়-পরাজয়ের বাইরে, সেই প্রশ্নটি সবার মাথায় ঘুরছে। মাশরাফি কতদূর যাবেন। পঞ্চপান্ডবের বাকিদের মধ্যে ভালো নেই তামিম ইকবালও।

ডটবল নিয়ে বিপাকে আছেন। ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি জানিয়েছেন, তামিমকে স্বাধীনতা দেওয়া আছে। সে সিনিয়র প্লেয়ার ও নিজেরটা ভালো বোঝে।’ এদিকে মুশফিক কাল অনুশীলন করেছেন। মাহমুদউল্লাহও নেটে ব্যাট করেছেন দীর্ঘক্ষণ। আজ প্রথম ওয়ানডের একই একাদশের দেখা মিলতে পারে। তবে নাইম শেখকে কাল দেখা গেছে নেটে ব্যাট করতে। এখন বাংলাদেশের কোচ ডমিঙ্গো একাদশ বদলাবেন কিনা সেটা দেখতে হবে।

সকালে জিম্বাবুয়ে অনুশীলন করেছে। দুপুর একটু গড়াতেই বাংলাদেশ দল মাঠে আসে। আরভিন কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে। তিনি মনে করেন, দলের ছেলেরা প্রথম ওয়ানডে হারের পর হতাশ। তবে বাংলাদেশের বোলাররাও ভালো খেলেছে। জিম্বাবুয়ের ব্যাটিংকে আরও দায়িত্বশীল হতে বলেন তিনি।

বাংলাদেশের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি কথা বলেন। লিটন দাসের পরিণত ব্যাটিং দেখে তিনি বেশ খুশি। তামিম রানের চেয়ে বল বেশি খেলেছেন। পাওয়ার প্লেতে তামিম মাথা ব্যথার কারণ কিনা এটা জানতে চাওয়া হলে বলেন, ‘তামিম সিনিয়র খেলোয়াড়। তার রেকর্ড দেখলেই বোঝা যায়। আমরা স্কুলের শিক্ষক নই। আমরা জানি সে খেলাটা বোঝে। আর আমরা তাকে পরামর্শ দিতে পারি। টেকনিক্যাল ব্যাপারগুলোয় সাহায্য করতে পারি। আমার তো কোনো সমস্যা মনে হচ্ছে না।’ ম্যাকেঞ্জির পূর্ণ সমর্থন রয়েছে তামিমের প্রতি। তামিমকে নিয়ে যে জটিলতা সেটা কেটে যেতে পারে একটা বড় ইনিংসে।

মাশরাফির যে সংকট। সেটা নিয়ে সবার একটা ধারণা আছেই। মাশরাফি পাকিস্তানেও যেতে পারেন অধিনায়ক হিসেবে। তিনি এখানেই থামবেন না। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও সে কথাই বলেছেন। মাশরাফি খেলাটা চালিয়ে যেতে চান। আর কতটা ফিট সেটা তো খেলায় প্রমাণ হয়েছে। উইকেট পেয়েছেন। আজ লড়াইটা সহজ হবে না। চিরকাল তো এ অসম্ভবের সঙ্গে মিতালি তার। না হলে তিনি আর মাশরাফি কেন?

পিবিএ/এএম

আরও পড়ুন...