পিবিএ,আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই স্লোগানকে সামনে নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর বাস্তবায়নে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক র্যালি, মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১৩ অক্টোবর) সকাল ১০টায় র্যালি উপজেলা প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে আলোচনা সভার মাধ্যমে দিবসটির সমাপ্তি ঘটে।
উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান এর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম মেশকাতুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা আইসিটি অফিসার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, ফায়ার সার্ভিস, প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এম.সাজ্জাদুল হাসান বলেন, দূর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন হতে হবে এবং দূর্যোগ মোকাবিলায় সচেতনতার লক্ষ্যে উপজেলা প্রশাসন এর সচেতনতামূলক কার্যক্রম সর্বদা চলমান থাকবে।