পিবিএ,আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা নেত্রকোনার আটপাড়ার বানিয়াজান গ্রামের সাব্বির মিয়া এবং নারাচাতল গ্রামের রুপ্তন মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে নেত্রকোনা জেলা প্রশাসন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসন, নেত্রকোনা। উক্ত মতবিনিময় সভাটি নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব বনানী বিশ্বাস।
মতবিনিময় সভায় শহীদ পরিবারের সাথে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে রুপ্তন মিয়ার পরিবারকে পঁচিস হাজার টাকার চেক এবং প্রত্যেক নিহত পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন জেলা প্রশাসক।