আটপাড়ায় নানা আয়োজনে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

পিবিএ,আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় নানা আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ে কুইজ, কেরাত, আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানটি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কামাল উদ্দিন খান। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব ও বিশ্বমানবতার মুক্তির দিশারী।

তিনি ছাত্রছাত্রীদের মহানবীর জীবনাদর্শ অনুসরণ করে শিক্ষা নিতে বলেন। তাছাড়া আটপাড়া উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন আয়োজনে পালিত হয়েছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী।

আরও পড়ুন...