আটপাড়ায় শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন-স্মারকলিপি

পিবিএ,আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের পর্যায়ে শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে নেত্রকোনার আটপাড়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ১০টায় উপজেলা প্রাঙ্গনে উপজেলা বেসরকারি মাধ্যমিক (স্কুল ও মাদ্রাসা) শিক্ষকদের উপস্থিতে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্টিত হয়।

খিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল কবীর জানান, আমাদের দাবি মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং সকল প্রকার বৈষম্যের অবসান। আমরা চাই বৈষম্য দূরীকরণে খুব দ্রুত শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হউক।

মানববন্ধন সমন্বয় করেন উপজেলা সমন্বয়ক দেওগাঁ গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, কোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কায়কোবাদ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুন...