পিবিএ,ডেস্ক: জর্জিয়ার রাজধানী আটলান্টায় সিএনএনের প্রধান কার্যালয়ে ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্ধ জনতা।
কৃষ্ণাঙ্গ হতার প্রতিবাদে শুক্রবার সংবাদমাধ্যমটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান সংগঠিত বিক্ষোভকারীরা।
এক পর্যায়ে অফিস লক্ষ্য করে পানির বোতল ও অন্যান্য জিনিস ছুড়ে মারেন। কয়েকজন দেয়ালে বসানো সিএনএনের বড় লোগোর উপরে উঠে পড়েন।
কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মিনেপোলিস, লস অ্যাঞ্জেলেস, কানসাস, চার্লট, ডেনভারসহ বহু শহরে বিক্ষোভ সহিংস আকার ধারণ করে এএফপি
পিবিএ/এএম