এশিয়া কাপ-২০২৩

আট ওভারেই ৫০ রান ভারতের

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। যেখানে পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে আট ওভারেই ৫০ করেছে ভারতীয় ওপেনাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৮.১ ওভারে বিনা উইকেটে ৫১ রান।

রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

পাকিস্তান বধের মিশনে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। শ্রেয়স আইয়ারের জায়গায় দলে ফিরেছেন লোকেশ রাহুল। তবে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে পাকিস্তান।

ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। তবে ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ডিপ থার্ড ম্যানের কাছে ক্যাচ দিয়েছিলেন গিল। তবে সে যাত্রাই বেঁচে যান তিনি।

এখন রোহিত ১০ ও ৪১ রানে ব্যাটিং করছেন শুভমান গিল।

আরও পড়ুন...