আট মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স ফেব্রুয়ারিতে

সদ্য সমাপ্ত ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা একক মাস হিসেবে গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালের জুনে রেমিট্যান্স এসেছিলো প্রায় ২২০ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ডলার। আগের বছরের একই সময়ে এসেছিলো ১৫৬ কোটি ডলার। অর্থাৎ সেই তুলনায় রেমিট্যান্স আসার পরিমাণ বেড়েছে ৬০ কোটি ডলার।

সদ্য সমাপ্ত ফেব্রুয়ারিসহ সবশেষ পাঁচ মাসের ইতিবাচক ধারায় রেমিটেন্স প্রবাহের গতি একটু একটু করে বাড়ছে।

গত ২০২২-২৩ অর্থবছর শেষে রেমিটেন্স এসেছিল ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলার, নানা চড়াই উৎড়াই শেষে প্রবৃদ্ধি হয় ২ দশমিক ৭৫ শতাংশ।

আরও পড়ুন...