আত্রাইয়ে খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে খালে মাছ ধরার সময় বজ্রপাতে রায়হান আলী মন্ডল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের ক্ষুদ্র বিশা গ্রামের উদয়পুর খালে এ ঘটনাটি ঘটে।

নিহত রায়হান আলী মন্ডল উপজেলার ক্ষুদ্রবিশা গ্রামের সাদেক আলীর ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রায়হানসহ বেশ কয়েকজন সকাল থেকেই খালের পানিতে মাছ ধরছিল। এসময় বজ্রপাত হলে রায়হান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, সংবাদটি পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন...