নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (৩৭) মৃতদেহ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। এ সময় মৃতের পরনে ছিলো কালো রঙের টাওজার ও কফি রঙের হাফ হাতা গেঞ্জি।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সুটকিগাঁছা-বান্ধাইখাড়া সড়কের পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে আত্রাই থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার বেলা ১২টার দিকে মরদেহটি সড়কের পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, রোববার বেলা ১২টার দিকে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। সুরতহালের সময় মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।