পিবিএ,আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ ইউনিয়নের চাঁন্দের বিলে বিদুৎপৃষ্টে হয়ে আলেফ (২২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আলেফ উপজেলার চৌবাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলেফ মঙ্গলবার সকালে তার বাড়ির পাশে চাঁন্দের বিলে বালুবাহী নৌকা নিয়ে যাচ্ছিলো। বিলের মধ্যে থাকা ৩৩ হাজার ভোল্টের আত্রাই-নওগাঁ মেইন লাইনের তার অনেকটা পানি ছুই ছুই অবস্থায় থাকলেও তা দেখতে না পাওয়ায় নৌকা নিয়ে যাওয়ার সময় তারের সংস্পর্শে বিদুৎপৃষ্ট হয়ে পানিতে লুটিয়ে পরে। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আলেফ এর বিদ্যুৎপৃষ্টের ঘটনা খুব দুঃখজনক। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
পিবিএ/নাজমুল হক নাহিদ/এসডি