আত্রাইয়ে রাস্তায় জলাবদ্ধতা পথচারীরা চরম দুর্ভোগ

পিবিএ,আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ একটি রাস্তা আত্রাই-পোরাখালী রাস্তা। এ রাস্তার সাহেবগঞ্জ সরদাপাড়া নামক স্থানে সামান্য বৃষ্টি হলেই জলদ্ধতা হওয়ায় পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। পানি নিস্কাশনের প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তার পানি রাস্তায় থেকে যায়। ফলে ওই রাস্তা দিয়ে চলাচলকারী লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
জানা যায়, আত্রাই-পোরাখালী রাস্তা একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। খাজুরা হয়ে নাটোরের সাথে যোগাযোগের জন্য এ রাস্তা ব্যবহার করতে হয়। উপজেলার পূর্ব দক্ষিণ এলাকার হাজার হাজার লোকজনকে এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। প্রতিদিন এ রাস্তা দিয়ে সাইকেল, মোটরসাইকেল, সিএনজি, অটোচার্জার, রিক্সা ভ্যান ও ট্রলিসহ শত শত যানবাহন মালবাহী ট্রাক্টর চলাচল করে থাকে। উপজেলার কাঁন্দওলমা, বাঁকিওলমা, খোর্দ্দবোয়ালিয়া, মধ্যবোয়ালিয়া, পবনডাঙ্গা, নবাবেরতাম্বু, জয়সাড়া, খনজোর, পারকাসুন্দাসহ প্রায় ৩০ গ্রামের রোকজনকে উপজেলা সদরের সাথে যোগাযোগের জন্য একমাত্র রাস্তা এটি। ওই এলাকার হাজার হাজার কৃষকের উৎপাদিত কৃষি পন্য এ রাস্তা দিয়েই বাজারজাত করতে হয়। জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে রাস্তাটি পাকা করণ করা হয় বেশ কয়েক বছর পূর্বে। গত বছর রাস্তাটি সংস্কারও করা হয়েছে। এ রাস্তার সাহেবগঞ্জ সরদারপাড়া নামক স্থানে পানি নিস্কাশনের প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে একদিকে পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। অপরদিকে রাস্তার কার্পেটিং উঠে গিয়ে রাস্তাটিও ক্ষতিগ্রস্থ হচ্ছে।
সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের আলহাজ আবদার হোসেন বলেন, রাস্তায় জলাবদ্ধতার কারনে আমাদের চলাচল খুবই কষ্টকর হয়ে পড়েছে। এক সময় এখানে একটি পুকুর ছিল। রাস্তার পানিগুলো পুকুরে চলে যেত। কিন্তু ব্যক্তি মালিকানা পুকুরটি ভরাট করার পর পানি আর নিস্কাশন হয় না। ফলে রাস্তার জলাবদ্ধতায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) পারভেজ নেওয়াজ খান বলেন, সম্প্রতি আমরা এ রাস্তাটি সংস্কার করেছি। এই মুহুর্তে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের কোন অর্থ বরাদ্দ আমাদের নেই। তবে আগামীতে উপজেলা পরিষদের অর্থায়নে ড্রেনেজ ব্যবস্থা করা যেতে পারে।

পিবিএ/নাজমুল হক নাহিদ/এসডি

আরও পড়ুন...