আদমদীঘিতে দুই অবৈধ প্লাস্টিক কারখানায় জরিমানা

পিবিএ,আদমদীঘি (বগুড়া): বগুড়া র‍্যাব ১২ বিশেষ অভিযানে আদমদীঘিতে অবৈধ ভাবে গড়া ওঠা দুই প্লাস্টিক কারখানায় ১লক্ষ৮০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার ও বড় আখিড়ায় যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক। এসময় উপস্থিত ছিলেন বগুড়া র‍্যাব১২ কোম্পানী কমান্ডার এএসপি সজল কুমার রায়।

বগুড়া র‍্যাব১২ কোম্পানী কমান্ডার এএসপি সজল কুমার রায় জানান, আদমদীঘি উপজেলার সান্তাহার বর্শিপুরের দুলাল উদ্দীন ও বড় আখিড়া রুস্তম আলী এই দুই ব্যক্তি অবৈধ প্লাস্টিক কারখানায় পলিথিনসহ বিভিন্ন জিনিসপত্র দীর্ঘদিন ধরে তৈরি করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার এই দুটি এলাকায় অভিযান চালিয়ে দুলাল উদ্দীনের ৮০হাজার ও রুস্তম আলীর ১লক্ষ টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে কারখানার মেশিনসহ মালামাল জব্দ ও সিলগালা করা হয়েছে৷

পিবিএ/সাইফ হাসান খান সৈকত/এসডি

আরও পড়ুন...